সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৪, ০১:৪৭ এ এম

অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে ৮০ হাজার কেজি চিনি পাচারকালে গ্রেফতার এক

ছবি রূপালী বাংলাদেশ

সুনামগঞ্জের মধ্যনগরে বিপূল পরিমান ভারতীয় চিনি পাচারকালে এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রাতে জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, মধ্যনগর থানা পুলিশের অভিযানে ৮০ হাজার ৫৫০ কেজি ভারতীয় চিনি পাঁচারকালে গোলাম মোস্তফা (৪০) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার  করে পুলিশ। সে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রৌহা গ্রামের মোতালিব মড়লের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানাযায়, বুধবার রাতে সীমান্ত এলাকা থেকে নদী পথে ৮টি স্টিল বডি নৌকাযুগে ভারতীয় চিনি পাঁচার করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে।

এসময় ৬১১ বস্তায় ৮০ হাজার ৫৫০ কেজি ভারতীয় চিনি জব্দ করে পুলিশ। এসময় পাঁচারকালে ব্যবহৃত ৮টি নৌকাও জব্ধ করা হয়েছে। ভারতীয় চোরাইকৃত চিনির আনুমানিক মুল্য ৮০ লক্ষ ৫৫ হাজার টাকা।

মধ্যনগর থানার ওসি (তদন্ত) মোর্শেদ আলম জানান, আটককৃত চোরাকারবারির বিরুদ্ধে চোরাচালান মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।

মন্তব্য করুন