সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৪, ১০:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

সুবর্ণচরে ইয়ুথ অর্গানাইজেশন'র ঈদ পুণর্মিলনী ও কৃতি সংবর্ধনা

ছবি: রূপালী বাংলাদেশ

নোয়াখালীর সুবর্ণচরে স্বেচ্ছাসেবী সংগঠন 'সুবর্ণচর ইয়ুথ অর্গানাইজেশন' এর ঈদ পুণর্মিলনী ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান'২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) সকাল ৯ টা থেকে উপজেলার চরবাটা খাসের হাট সংলগ্ন চরবাটা মহিলা মডেল দাখিল মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। 

অনুষ্ঠানে সুবর্ণচর ইয়ুথ অর্গানাইজেশনের সহ-সভাপতি মো. আবদুর রহমানের সঞ্চালনায় এবং সভাপতি মো. জাকার আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপ-পরিচালক কৃষিবিদ আবদুচ সোবহান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী গার্লস ক্যাডেট কলেজের সহকারি অধ্যাপক মিজান বিন মজিদ, চরবাটা ইসমাইলিয়া আলিম মাদ্রাসার সহকারি অধ্যাপক মো. নিজাম উদ্দিন, চট্টগ্রামস্থ ইউনাইটেড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সোহরাব হোসেন, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. খুরশীদ আলম, চরবাটা মহিলা মডেল দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. খোবায়েব হোছাইন, ৩ নং চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবুল বাসার ডিপটি, সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলী আক্কাস, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. হানিফ ক্যাশিয়ার, প্রাথমিক শিক্ষক নেতা নাসিম ফারুকী, লক্ষীপুর সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আলতাফ হোসাইন, সুবর্ণচর ইয়ুথ অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানে সুবর্ণচরের কৃতি শিক্ষার্থী হিসেবে বুয়েট ভর্তি পরিক্ষায় মেধার সাথে উত্তীর্ণ শিক্ষার্থী মুসবীতুল হাসান ফারুকী রাহীব, সাঈম বিন সাহেল ফুয়াদ এবং মেডিকেল ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ নাফিসা নাওয়াল অদিতি, আমাতুন নুর প্রাপ্তি, মাহজাবিন বিনতে আলম ও আবরার নাদিমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও সংগঠনে কৃতিত্বের সাথে কাজ করা সংগঠকদেরকেও কাজের স্বীকৃতি স্বরূপ সনদপত্র প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে আলোচনা করার সময় অথিতিরা সংগঠনের কাজগুলো নিয়ে বেশ প্রসংশা করেন। এ সময় তারা এ সংগঠনের মাধ্যমে আরো ভালো কাজ করার জন্য উৎসাহিত করেন। 

সুবর্ণচর ইয়ুথ অর্গানাইজেশন যুব ও কৃষি উন্নয়নমূলক সংগঠন হিসেবে ২০২১ ইং সাল থেকে সুবর্ণচরে একাধিক কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন