রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৪, ০২:১৯ পিএম

অনলাইন সংস্করণ

সূচি পেছানোয় দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে বারবার এইচএসসি পরীক্ষার সময়সূচি পেছানোয় দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা। তিন দফায় আট দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে, ফলে বিপাকে পড়েছে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী। 

বারবার পরীক্ষাসূচি পরিবর্তনে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় ব্যাঘাত ঘটছে ফলে দুশ্চিন্তায় অভিভাবক ও শিক্ষার্থীরা। পরীক্ষা পেছানোয় তারা তাদের পড়ার টেবিলে আর নিয়মিত হচ্ছে না।  শিক্ষকরা বলছেন, বারবার পরীক্ষা পেছানোর নেতিবাচক প্রভাব পড়বে ফলাফলে। যে কোনো পরীক্ষার যখন শিডিউল ঘোষণা করা হয়, তখন এটা পরীক্ষার্থীদের ওপর একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে। যা পরীক্ষার্থীরা সহনশীলভাবে নিয়ে পড়াশোনায় নিয়মিত হন।

আন্তঃশিক্ষা বোর্ড তথ্য অনুসারে, সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের আগামী ২৮, ২৯, ৩১ জুলাই ও ১ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে গত ১৮, ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। 


আরবি/এস 

মন্তব্য করুন