ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৪, ১২:৩০ এ এম

অনলাইন সংস্করণ

সেমিতে ভারত, অজিদের হারে টিকে রইল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যায়নি।

আগামীকাল ভোরে আফগানিস্তানকে 'বড়' ব্যবধানে হারাতে পারলে নাম লেখাবে সেমিফাইনালে।

টাইগারদের জন্য এ পথটুকু তৈরি করে দিয়েছে ভারত। অ্যান্টিগায় আজ অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছে তারা। যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।  

ভারতের দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নারকে হারায় অস্ট্রেলিয়া। অর্শদীপ সিংয়ের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ওয়ার্নার (৬)। সেই ধাক্কার পরও পাওয়ার প্লেতে দারুণ করে অজিরা। অধিনায়ক মিচেল মার্শ ও ট্রাভিস হেডের ঝোড়ো ব্যাটিংয়ে ৬ ওভারে আসে ৬৫ রান। নবম ওভারে এসে কুলদীপ যাদবের বলে কাটা পড়েন মার্শ। বাউন্ডারি লাইন এক হাতে অসাধারণ এক ক্যাচ  নেন অক্ষর প্যাটেল। ফলে ২৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৭ রানে ফিরতে হয় অজি অধিনায়ককে।

মার্শ চলে গেলেও ধ্বংসযজ্ঞ চালিয়ে যান হেড। ২৪ বলে তুলে নেন ফিফটি। দারুণ কিছুর আভাস দেন গ্লেন ম্যাক্সওয়েলও। কিন্তু তা কেবল ক্যামিও হিসেবেই থাকল। কেননা কুলদীপকে বেরিয়ে এসে খেলতে গিয়ে বোল্ড হন এই ব্যাটার। তাই ১২ বলে ২ চার ও ১ ছক্কায় ২০ রানে থামেন তিনি।

এরপর কমতে থাকে অস্ট্রেলিয়ার রানের গতি, পড়তে থাকে উইকেটও। ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ভারতকে গুঁড়িয়ে দেওয়া হেড অবশ্য আজ নায়ক হতে পারেননি। জাসপ্রিত  বুমরাহর শিকার হয়ে ৪৩ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৭৬ রানে ফেরেন এই ওপেনার। বাকিটা পথ কেবল হারের ব্যবধানই কমায় অস্ট্রেলিয়া। থামে ৭ উইকেটে ১৮০ রানে। এই হারে সেমিফাইনালে না ওঠার আশঙ্কা আরও বেড়ে গেল তাদের।

মন্তব্য করুন