
প্রকাশিত: ২৬ জুন, ২০২৪, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাজার হাজার নেতাকর্মী ও জনগণকে সাথে নিয়ে উপজেলা পরিষদের দায়িত্ব ভার গ্রহণ করলেন নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম, ভাইস চেয়ারম্যান মাছুম চৌধুরী ও ফরিদা পারভীন শ্যামলী চৌধুরী।
২৬ জুন বুধবার দূপুরে সোনারগাঁ উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা থেকে আগত হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগন নবনির্বাচিত চেয়ারম্যানকে বরণ করে নেন। পরবর্তীতে উপজেলা চত্বরে বক্তব্যকালে সোনারগাঁয়ের সকল নেতাকর্মী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম।
এসময় উপজেলা পরিষদ মাঠে বৃক্ষ রোপন করে তার নির্ধারিত কক্ষে দায়িত্ব ভার গ্রহণ করেন এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করায় নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম।
মন্তব্য করুন