
প্রকাশিত: ২৮ মে, ২০২৪, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ
দেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, শিল্পাচার্য জয়নুল আবেদীনের স্বপ্ন বাস্তবায়ন করতে সোনারগাঁয়ে কারুশিল্প গ্রাম প্রকল্প ও ভাসমান নৌকা জাদুঘর স্থাপন করা হবে। দেশীয় বাদ্য যন্ত্র সংরক্ষণে কারুশিল্প ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ মে মঙ্গলবার বিকেলে সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সর্দার বাড়ীর চত্বরে সেমিনারে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ডক্টর আমিনুর রহমান সুলতান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ।
এর আগে প্রধান বিচারপতি ফাউন্ডেশনের কারুপল্লীতে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের উন্মুক্ত প্রদর্শনীর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
মন্তব্য করুন