রূপালী ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৪, ০৭:১১ পিএম

অনলাইন সংস্করণ

স্ট্রোক করেছেন নাফিস ইকবাল, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হয়েছে ঢাকায়

ছবি: সংগৃহীত

শুক্রবার সকালে চট্টগ্রাম বন্দর নগরীতে নিজ বাসায় স্ট্রোক করেছেন সাবেক জাতীয় ক্রিকেটার নাফিস ইকবাল।

অসুস্থ হলে সেখানে পরীক্ষায় স্ট্রোকের বিষয়টি নিশ্চিত হলে তাকে ঢাকায় পাঠানো হয়।

বর্তমানে জাতীয় দলের লজিস্টিকস ম্যানেজারের দায়িত্বে থাকা বাংলাদেশের সাবেক এই ক্রিকেটারকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকায় আনা হয়েছে।

তিনি টাইগারদের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই ও আকরাম খানের ভাতিজা।

৩৯ বছর বয়সী নাফিসকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকায় আনার পর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে বিকাল চারটায় ভর্তি করানো হয়। ঢাকায় এসে পৌঁছায় বিকাল সাড়ে তিনটায়।'

নাফিস সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ সফরে ছিলেন। ২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর অবসরে যাওয়ার আগে তিনি ১১ টেস্ট ও ১৬ ওয়ানডে খেলেন। আন্তর্জাতিক অঙ্গনে একটি সেঞ্চুরির সঙ্গে চারটি ফিফটি রয়েছে ডানহাতি এই টপ অর্ডার ব্যাটারের।

প্রথম শ্রেণিতে ১২০ ম্যাচ খেলে প্রায় ৩০ গড়ে নাফিস রান করেছেন ৬২০২। ১১২ লিস্ট-এ ম্যাচে তার রান ২৭৫৪। ২০১৮ সালে ঘরোয়া ক্রিকেটে সবশেষ মাঠে নেমেছিলেন তিনি। এরপর ২০২২ সাল থেকে জাতীয় দলের সঙ্গে যুক্ত আছেন।

মন্তব্য করুন