রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৪, ০৪:৪২ পিএম

অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে সাত মন্ত্রী-প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

কোটা আন্দোলন, জামায়াত-শিবির দলকে নিষিদ্ধ করাসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসেছেন সাত মন্ত্রী-প্রতিমন্ত্রী, চার সচিবসহ আইনশৃঙ্খল বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

আজ মঙ্গলবার (৩১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুপুর ৩টায় এ বৈঠক শুরু হয়। এই রিপোর্ট লেখার সময়ে বৈঠক চলছিলো।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও আইনমন্ত্রী আনিসুল হক, শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।

 এছাড়াও বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্র সচিব, বানিজ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও জননিরাপত্তা বিভাগের দুই সচিব, আইজিপি, বিজিবি ও আনসার প্রধানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা।

মন্তব্য করুন