শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২ মে, ২০২৪, ০৯:৩১ পিএম

অনলাইন সংস্করণ

উপজেলা পরিষদ নির্বাচন

স্মার্ট পোস্টার আনলেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল

আব্দুল জলিল। ছবি: রূপালী বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারনার প্রথম দিনেই ভোটারদের মধ্যে স্মার্ট পোস্টার আনলেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল জলিল (আনারস)। 

কিউআর কোড যুক্ত এসব পোস্টার  স্ক্যান করে  প্রার্থীর সম্পর্কে জানতে পারবেন। আব্দুল জলিল ছাড়াও চেয়ারম্যান পদে অংশ নিয়েছেন প্রাথমিকও গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমান আলীর বড় ভাই জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট জামিল হাসান দুর্জয় (ঘোড়া), ব্যবসায়ী সাখাওয়াত হোসেন শামীম (মোটরসাইকেল) বৃহস্পতিবার এসব প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করে নির্বাচন কমিশন, এরপর থেকেই শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। এবার দলীয় প্রতিক না থাকায় সকল প্রার্থীই স্বতন্ত্রভাবে নির্বাচন অংশ নিচ্ছেন। আগামী ২১ শে মে এই নির্বাচনের ভোট  হবে। 

স্মার্ট পোস্টারের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল জলিল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার যে ডাক আমাদের দিয়েছেন এর সহযাত্রী হতেই নির্বাচন অংশ নিয়েছি, ইনশাল্লাহ বিজয় হতে পারলে স্মার্ট উপজেলা গড়ে তোলার কাজ করব।

পোস্টারে কিউআর কোড চালু করার বিষয়ে তিনি আরো বলেন,যে কেউ হাতের স্মার্টফোন থেকে কেউ আর স্ক্যান করলে প্রার্থীর বিষয়ে সব কিছু জানতে পারবেন।  সাথে নির্বাচনী ইশতেহারও থাকবে এখানে। 

মন্তব্য করুন