বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুন, ২০২৪, ১১:৪০ পিএম

অনলাইন সংস্করণ

হজে গেলেন অনন্ত জলিল

অনন্ত জলিল। ছবি: ফেসবুক থেকে

আলোচিত নায়ক-প্রযোজক অনন্ত জলিল সৌদিতে হজ পালন করতে গেলেন। এবারই প্রথম হজ করবেন এ নায়ক। সোমবার (১০ জুন) সকালে এক ভিডিও বার্তায় এ কথা নিশ্চিত করেছেন অনন্ত জলিল নিজেই। 

অনন্ত জলিল জানান, ‌‘এর আগে সপরিবারে ৯ বার আমি ওমরাহ করেছি। এবারই প্রথম হজে যাচ্ছি। আমার প্রাণপ্রিয় শুভাকাঙ্ক্ষী ও ভক্তগণের কাছে দোয়া চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।’

জানা গেছে, প্রায় ২৫০ জন সদস্য নিয়ে তিনি এখন হজ ক্যাম্পে আছেন। তারা এই নায়কের সফরসঙ্গী। 

উল্লেখ্য, সিনে পর্দাতেও ব্যস্ত অনন্ত জলিল। চলছে বিগ বাজেটের ‘অপারেশন জ্যাকপট’ চলচ্চিত্রের কাজ। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার এ ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন অনন্ত জলিল। ঈদের পর যার শুটিং ইউরোপে হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, জাজ মাল্টিমিডিয়ার ‘চিতা’ সিনেমায় মাসুদ রানার ভূমিকায় দেখা যাবে এই নায়ককে।

মন্তব্য করুন