
প্রকাশিত: ২০ মার্চ, ২০২৪, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী মহানগরী’র কাটাখালী থানার অভিযানে ৭২ গ্রাম হেরোইনসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি মো: ফরিদ আহমেদ (৩৯) মহানগরীর কাটাখালী থানার এমাদপুরের মৃত ছাদেক সরকারের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ১৯শে মার্চ রাতে আরএমপি’র কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুর রহমান নেতৃত্বে এসআই সুমন কুমার সাহা ও তাঁর টিম গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানাধীন কাপাসিয়া সরকার পাড়ায় মাদককারবারি ফরিদের পথরোধ করে তার কাছ থেকে ৭২ গ্রাম হেরোইন উদ্ধার করে।
পুলিশী জিজ্ঞাসাবাদে ফরিদ জানায়, টাংগন এলাকার দুই ব্যক্তির কাছ থেকে সে হেরোইন ক্রয় করেছে। ফরিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৫ টির অধিক মামলা রয়েছে।
কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে প্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
মন্তব্য করুন