
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৪, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
আর মাত্র দুইদিন পরই পর্দা উঠতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের। ফ্রান্সের রাজধানী প্যারিসে আগামী ২৬ জুলাই থেকে ১১ আগস্ট অনুষ্ঠিত হবে অলিম্পিক গেমসের ৩৩তম আসর। যার মার্চপাস্টে বাংলাদেশের পতাকা বহন করবেন আরচ্যার সাগর ইসলাম।
আরও পড়ুন: কোপা আমেরিকার আয়োজক হতে পারে আর্জেন্টিনা
তৃতীয়বারের মত প্যারিসে অনুষ্ঠেয় এ গেমসে বিশ্বের ২০৬টি দেশের আনুমানিক ১০ হাজার ৭১৪ জন খেলোয়াড় ৩২টি ডিসিপ্লিনে ৩২৯টি ইভেন্টে পদকের জন্য লড়াই করবেন। এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নেবেন পাঁচজন ক্রীড়াবিদ। এর মধ্যে আরচ্যার সাগর ইসলাম গেমসে সরাসরি খেলোর যোগ্যতা অর্জন করেছেন। বাকিরা পেয়েছেন আইওসি’র ওয়াইল্ডকার্ড।
এবারের অলিম্পিকে বাংলাদেশের পাঁচ ক্রীড়াবিদ হলেন-
১. সাগর ইসলাম, আরচ্যারি (রিকার্ভ একক)
২. ইমরানুর রহমান, অ্যাথলেটিক (১০০ মিটার)
৩. রবিউল ইসলাম, শ্যুটিং (১০ মিটার এয়ার রাইফেল)
৪. সামিউল ইসলাম রাফি, সাঁতার (১০০ মিটার ফ্রিস্টাইল)
৫. সোনিয়া খাতুন, সাঁতার (৫০ মিটার ফ্রিস্টাইল)
সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করা আরচ্যার সাগর ইসলাম বলেন, ‘আমি নিজের খেলাটা খেলার চেষ্টা করবো। কোনো চাপ নেব না। কোচ মার্টিন আমাকে অলিম্পিকের আবহ তৈরি করেই অনুশীলন করাচ্ছেন। আমাকে জাতীয় পতাকা বহনের সুযোগ করে দেওয়ার জন্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের স্যারদের ধন্যবাদ জানাই। এটা অবশ্যই একজন ক্রীড়াবিদের কাছে গর্বের।’
আরচ্যারির জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক বলেছেন, ‘এটি আমার পঞ্চম অলিম্পিক। আমি চেষ্টা করবো সাগরকে দিয়ে ভালো ফলাফল করতে। সাগর ভালো আরচ্যার। কোয়ালিফাইয়ের পর থেকে সে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছে।’
অ্যাথলেট ইমরানুর রহমান অনুশীলন করছেন লন্ডনে। সেখান থেকে সরাসরি প্যারিস যাবেন তার ব্যক্তিগত কোচ নিয়ে। সাঁতারু সামিউল ইসলাম ব্যাংককে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন। দেশে প্রশিক্ষণ নিচ্ছেন অন্য দুই ক্রীড়াবিদ সাঁতারু সোনিয়া খাতুন ও শ্যুটার রবিউল ইসলাম।
আরবি/জেআই
মন্তব্য করুন