
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৪, ১১:১৫ এ এম
অনলাইন সংস্করণ
পবিত্র আশুরা আজ । বুধবার (১ জুলাই) সকাল ১০টায় পর থেকে পবিত্র আশুরা উপলক্ষ্যে ধর্মীয় মর্যাদা এবং ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে রাজধানী ঢাকাতে হাজারো মানুষের অংশগ্রহণে তাজিয়া মিছিল শুরু হয়েছে। এই মিছিলে শিয়া সম্প্রদায়ের মানুষ অংশ নিয়েছেন।
শিয়া সম্প্রদায়ের এই তাজিয়া মিছিলে কারবালার স্মরণে কালো মখমলের চাঁদোয়ার নিচে কয়েকজন বহন করেন ইমাম হোসেনের (রা.) প্রতীকী কফিন। মিছিলের সামনে ছিল ইমাম হাসান ও ইমাম হোসেনের দুটি প্রতীকী ঘোড়াও।
মিছিলটি পুরান ঢাকার হোসেনি দালান থেকে শুরু হয়। খালি পায়ে, বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম তুলে, লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট, নীলক্ষেত ঘুরে, সায়েন্স ল্যাবরেটরি মোড় হয়ে ধানমণ্ডির দিকে এগিয়ে যাবে। পরে ধানমণ্ডি লেকের পাড়ে প্রতীকী ‘কারবালা’ প্রান্তে গিয়ে শেষ হবে শোকের মিছিল।
তাজিয়া মিছিল নির্বিঘ্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে । এছাড়া আশুরায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ ও গোয়েন্দা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
মন্তব্য করুন