
প্রকাশিত: ১ জুন, ২০২৪, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
জাতীয় সংসদের বরগুনা ১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী বরগুনার দুর্যোগ কবলিত বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে বলেন "মুই এমপি হইছি মাগনা, কামও করমু মাগনা"। ইতিমধ্যে তাঁর এই বক্তব্যটি বরগুনা মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।
ঘূর্ণিঝড় রেমাল ১৭ ঘন্টারও বেশি সময় ধরে বরগুনার উপকূলে আঘাত করে তছনছ করে সাড়ে পাঁচ লক্ষ মানুষকে দুর্যোগ কবলিত করছে। সাড়ে বারো কিলোমিটার বেড়ি বাঁধ ভেঙে ১৩টি পয়েন্ট থেকে ৩৩ টিরও বেশি গ্রাম প্লাবিত করেছে। টানা তিনদিন জেলার তিনটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বয়ে যাওয়ায় বরগুনার মানুষ দীর্ঘস্হায়ী পানি বন্দির শিকার হয়েছে। বরগুনার মানুষের দুর্দশা ও চরম ভোগান্তির কথা ভেবে বরগুনা ১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু তার ব্যক্তিগত বিদেশ সফর সংক্ষিপ্ত করে প্রধানমন্ত্রীর কলাপাড়া ত্রাণ কার্যক্রম ও মতবিনিময় সভায় ছুটে যান। সেখান থেকে ফিরে বরগুনার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ দুর্দশা দেখতে ও তাদের কথা শুনতে সরেজমিনে পরিদর্শন করছেন।
দুর্যোগ কবলিত মানুষের কথা শুনে তিনি এলাকার মানুষের উদ্দেশ্য বক্তব্য প্রদান কালে বলেন "মুই এমপি হইছি মাগনা, কামও করমু মাগনা"। এসময় তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী কলাপাড়া সফর কালে বরগুনার মানুষের দীর্ঘদিনের দাবি টেকসই বেড়িবাঁধ ও আধুনিক আশ্রয় কেন্দ্র নির্মাণের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী তাঁর কথা শুনে আস্বস্ত করেছেন বলে গোলাম সরোয়ার টুকু এমপি তার বক্তব্যে জানান সকলকে। তিনি এসময়ে আরো বলেন তাঁর এই পাঁচ বছর মেয়াদ কালে ঝড় ও জলোচ্ছ্বাস থেকে বরগুনাবাসীকে রক্ষা করতে সকল রকমের উদ্যোগ গ্রহণ করবেন।
মন্তব্য করুন