স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৩ অক্টোবার, ২০২৪, ০৫:২১ পিএম

অনলাইন সংস্করণ

স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচেই বাঘিনীদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। শারজায় স্কটিশদের বিপক্ষে এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেসদের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এবার বাংলাদেশের মাটিতেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে এ টুর্নামেন্ট সরিয়ে নেয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। সেখানেই উদ্বোধনী ম্যাচে আজ স্কটিশদের বিপক্ষে মাঠে নামছেন জ্যোতিরা।  

প্রথম ম্যাচে মাঠে নামার আগে বিসিবি প্রকাশিত এক ভিডিওবার্তায় অধিনায়ক জ্যোতি বলেন, ‘আমি বলবো পুরো দলের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে, আমরা যতগুলো বিশ্বকাপ খেলেছি; ২০১৪ ছাড়া বলার মতো তেমন কিছু করতে পারিনি। আমাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এজন্য যে, আমরা চাই যেন এই বিশ্বকাপটা স্মরণীয় হয়।’ বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে ১টি হার ও একটি ম্যাচে জয়ের দেখা পায় টাইগ্রেসরা। প্রস্তুতির ম্যাচের কথা উল্লেখ করে নিগার বলেছেন, ‘আমি বলবো যে আমাদের দল যেভাবে খেলে এসেছে, শেষ ওয়ার্ম আপ ম্যাচটা যেভাবে খেলেছে পাকিস্তানের বিপক্ষে। সবাইকে একটা ভালো গড়নে দেখেছি।’ বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা (অধিনায়ক), সাথী রানী, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, তাজ নেহার, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার, মারুফা আক্তার।

মন্তব্য করুন