
প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
জুয়েল রানা নাগরপুর টাঙ্গাইল:
প্রতিনিধিঃ"ভূমি কর দিব নিয়মিত, দেশের উন্নয়ন হবে নিশ্চিত" এই স্লোগানে টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়ন ভূমি অফিসের আয়োজনে ও বাস্তবায়নে শুরু হয়েছে দুইদিনব্যাপী ভূমি উন্নয়ন কর মেলা ২০২৫।
মঙ্গলবার (৬ মে) বিকালে নাগরপুর উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রধান সহকারী কাম-হিসাবরক্ষক প্রদীপ কুমার সূত্রধর, সার্ভেয়ার এ মঞ্জু, নাজির-কাম- ক্যাশিয়ার মোঃ সজীব পারভেজ, সার্টিফিকেট পেশকার শাবানা আক্তারসহ অন্যান্য ভূমি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
মেলার উদ্বোধন করে অতিথিরা বলেন, সাধারণ মানুষ যাতে ভূমি সংক্রান্ত সেবা সহজে ও হয়রানিমুক্তভাবে পান, সে লক্ষ্যে এ মেলার আয়োজন। ভূমি কর প্রদানসহ খতিয়ান যাচাই, নামজারি, অনলাইনে ভূমি সেবা গ্রহণ ইত্যাদি সেবা এখানে সরাসরি প্রদান করা হচ্ছে।
এ সময় নাগরপুর সদর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, "এই মেলার মাধ্যমে মানুষকে ভূমি কর প্রদানে উদ্বুদ্ধ করা এবং সেবা সহজিকরণই আমাদের মূল উদ্দেশ্য।"
মেলায় আগত একজন সেবাগ্রহীতা বলেন, "আমি খুব সহজেই আমার খাজনা জমা দিতে পেরেছি। আগে যেখানে সপ্তাহ লাগত, এখন কয়েক মিনিটেই কাজ হয়ে গেছে।"
উল্লেখ্য, মেলাটি চলবে আগামী ৭ মে পর্যন্ত।
মন্তব্য করুন