
প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
জুয়েল রানা নাগরপুর (টাঙ্গাইল):
প্রতিনিধি:"পুষ্টি বাগান গড়ি, স্বাস্থ্যকর জীবন গড়ি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুপাতি প্রতি জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় পুষ্টি বাগান স্থাপন প্রদর্শনীর উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ মে) দুপুরে নাগরপুর উপজেলা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার এস. এম. রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানে মোট ৬৭ জন কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন। তাদের মাঝে পুষ্টি বাগান স্থাপনের জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি টাঙ্গাইলের উপপরিচালক কৃষিবিদ মোঃ আশেক পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক জনাব মোঃ শোয়েব মাহমুদ।
বক্তারা বলেন, পারিবারিক পুষ্টি বাগান শুধু পরিবারের পুষ্টি চাহিদা পূরণেই নয়, বরং এটি কৃষকদের স্বনির্ভরতা ও আর্থিক স্বচ্ছলতার পথেও ভূমিকা রাখে। তারা কৃষকদের এই উদ্যোগ আরও বিস্তৃত করতে উৎসাহ দেন।
মন্তব্য করুন