প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৬:২৩ পিএম

অনলাইন সংস্করণ

নওগাঁর ধামইরহাটে ২১৭৭ জন শিক্ষার্থী মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

 

ধামইরহাট ( নওগাঁ)  প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাটে ২১৭৭ জন প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। 

২৩ জুলাই বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ( ২০২৪-২৫) অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও রাজস্ব উদ্বৃত্ত অর্থ হতে গৃহীত প্রকল্পের আওতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান উন্নয়ন এর লক্ষ্যে  ধামইরহাট উপজেলা ১১৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ২১৭৭ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এই বিতরন অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার। বিষেশ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃ অশীষ কুমার সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, যুবউন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, পশুসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী, সহ উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহ কারি শিক্ষক বৃন্দ । 

মন্তব্য করুন