প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫, ০৫:২১ পিএম

অনলাইন সংস্করণ

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কোম্পানীগঞ্জ  শাখার কমিটি গঠন

 

 

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কোম্পানীগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। সদ্য ঘোষিত ৮১ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাজী আব্দুল মান্নান এবং সাধারণ সম্পাদক হয়েছেন হাজী আজির উদ্দিন তালুকদার । 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক শামীম সিদ্দিকী এবং জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শামীম আহমদ হেলালী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি জামাল উদ্দিন, সহসভাপতি আবু তাহের মেম্বার, ছইদ আলী ভুইঁয়া, আব্দুল আউয়াল, আলা উদ্দিন, নাছিম উদ্দিন, মজম খা মেম্বার, মংলা মিয়া, হাফিজুল ইসলাম,তুতা মিয়া। যুগ্মসাধারণ সম্পাদক নুরুল আশরাফ রহমত, আব্দুল আলীম, মরম আলী, আব্বাস আলী, আব্দুল্লাহ, আব্দুল মান্নান, আনোয়ার হোসেন, সাগর আহমদ, আব্দুল হক, গনু মিয়া, আব্দুল কাদির, সুন্দর আলী। সাংগঠনিক সম্পাদক মো: নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক কিবরিয়া আহমদ, জসিম উদ্দিন। কোষাধ্যক্ষ মানিক মিয়া, প্রচার সম্পাদক আইনুল হক স্বাধীন, দপ্তর সম্পাদক কামরুজ্জামান, আইন বিচার ও সালিস বিষয়ক সম্পাদক এডভোকেট মখদ্দস আলী, ধর্ম বিষয়ক সম্পাদক ফয়েজ আহমদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফরিদ আলী।

সদস্য বীর মুক্তিযোদ্ধা ইন্তাজ আলী, আসকন্দর আলী, দশরথ বাবু, মুহিবুর রহমান,খাজা মইনুদ্দিন, মাসুক মিয়া প্রমুখ। 

 

নতুন কমিটির সভাপতি হাজী আব্দুল মান্নান বলেন, “জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এই কমিটি ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে। আমরা সংগঠনের ভিত্তি মজবুত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

 

সাধারণ সম্পাদক হাজী আজির উদ্দিন বলেন, “মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের সম্মান ও অধিকার রক্ষায় আমরা সবসময় সচেষ্ট থাকবো।”

মন্তব্য করুন