
প্রকাশিত: ২০ জুলাই, ২০২৫, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
কাজল খান মাদারীপুর প্রতিনিধি :
বাংলাদেশের সাময়িক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি দিনব্যাপী হরতালের আহবানে সারাদেশের নেয় মাদারীপুরেও চলছে ঢিলেঢালা হরতাল।
হরতাল চলাকালে পিকেটিং করার সময় সকাল ৯:৫০ মিনিটে মাদারীপুর শহরের মোস্তফাপুর বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান ডিগ্রি কলেজের সামনে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে তল্লাশিকালে মোটরসাইকেল আরোহী দুই যুবককে আটক করা হয়।
আটককৃতরা হলেন–
১। রাব্বি হাওলাদার (২২), পিতা: মামুন হাওলাদার ওরফে আলমাস হাওলাদার, সাং: নতুন মাদারীপুর, থানা ও জেলা: মাদারীপুর।
২। তানজিম হাওলাদার (১৯), পিতা: আরিফ হাওলাদার, সাং: নতুন মাদারীপুর, থানা ও জেলা: মাদারীপুর।
তল্লাশির সময় তাদের কাছে থাকা একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের ব্যবহৃত টিভিএস ফোর-ভি মোটরসাইকেলসহ আটক করে মাদারীপুর সদর থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়া মাদারীপুরের কোথাও পিকেটিং বা মিছিল লক্ষ্য করা যায়নি শহরে পুলিশের টহল জোরদার রয়েছে।
মাদারীপুরের গুরুত্বপূর্ণ স্থান সমূহের মধ্যে পুরান বাজার,বাসস্ট্যান্ড, ডিসি ব্রীজ, বটতলা,চৌরাস্তা কোথাও আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের কাউকে দেখা যায়নি।
পুরান বাজারে আওয়ামিলীগ পার্টি অফিসে কাউকে পাওয়া যায়নি। অন্যদিনের মতো স্কুল-কলেজ,অফিস আদালত, যানবাহন স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন