
প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ
প্রধান প্রতিবেদকঃ
শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরারের পদত্যাগের দাবিতে রাজধানীর সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে এই ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন—আশিক (১৯), রাকিবুল হাসান (২১), আসাদ আহমেদ (১৮), হাসান (১৮), আফসানা (১৮), মুগ্ধ (১৯), অন্তর (২০), শাকিল (২৩), শাওন (১৯), তানসিন (২০), সিয়াম (১৮), মাহিম (১৮), রেদোয়ান ইসলাম (২০), হাসিব (১৮), নেহাল (২০) এবং আরও অনেকে।
আহত শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন কলেজ থেকে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে সমবেত হয়ে বিক্ষোভ করছিলেন। একপর্যায়ে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে বহু শিক্ষার্থী আহত হন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, 'সচিবালয়ের সামনে সংঘর্ষে আহত প্রায় ৪০ জন শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।'
মন্তব্য করুন