প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৬:২৫ পিএম

অনলাইন সংস্করণ

বেনাপোল ইমিগ্রেশন থেকে ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা আটক

 

আনোয়ার হোসেন.নিজস্ব প্রতিনিধিঃ

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময়  মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আব্দুর সামাদ আজাদ (৩১) কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট চেকিং এর সময় স্টপ লিস্টে নাম থাকায় তাকে আটক করা হয়েছে।

তাহার পাসপোর্ট নম্বর A13959192। তিনি মৌলভীবাজার সদর জেলার মোস্তফাপুর গ্রামের ৪নং ওয়ার্ডের মোঃ আকিব আলীর ছেলে।

সূত্রে জানা, মোঃ আব্দুর সামাদ আজাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় অন্তত সাতটি মামলা রয়েছে।

এই মামলাগুলোর মধ্যে বেশ কয়েকটিতে হত্যাচেষ্টা, গুরুতর আঘাত, দাঙ্গা, ভাঙচুর, চুরি, হুমকি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

মন্তব্য করুন