প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৬:৪৩ পিএম

অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

 

প্রধান প্রতিবেদক:

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

বুধবার (২৩ জুলাই) বিকেলে সৌজন্য এই সাক্ষাতে তারা সাম্প্রতিক পেশাগত বিষয়াদি ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে। 

এ সময় বিমানবাহিনীর আধুনিকীকরণ, প্রশিক্ষণ কার্যক্রম এবং আন্তঃবাহিনী সমন্বয় নিয়েও আলোচনা হয়।

সাক্ষাৎ শেষে দুই পক্ষই পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন।

মন্তব্য করুন