প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১১:৩৬ এ এম

অনলাইন সংস্করণ

মাদারীপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নবম গ্রেড ধরে চারস্তীয় একাডেমিক সোপানের দাবি

 

 

কাজল খান মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সমাজের আয়োজনে,আজ২০, আগস্ট,২০২৫ ইং তারিখ বুধবার,বেলা১১:৩০ মিনিটের সময়, মাদারীপুর জেলা প্রশাসক এর বাস ভবনের সামনে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নবম গ্রেড ধরে চারস্তীয় একাডেমিক সোপান এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনাইটেড ইসলামিয়া সরকারি হাই স্কুলের  সিনিয়র শিক্ষক ও বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আবুল কাশেম মিয়া , ইউনাইটেড ইসলামিয়া সরকারি হাই স্কুলের সিনিয়র শিক্ষক মুহাম্মদ মুশফিকুর রহমান,ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মোঃ আমির সোহেল,ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিমা নাসরিন, ইউনাইটেড ইসলামিয়া সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক,নাঈম মোহাম্মদ তারেক, ইউনাইটেড ইসলামিয়া সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক, সোহেল গাজী সহ অন্যান্য শিক্ষক বৃন্দ।

এছাড়াও মানব বন্ধন এ উপস্থিত ছিলেন,ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক,মিহির ভক্ত সহ ইউনাইটেড ইসলামিয়া সরকারি হাই স্কুলের শিক্ষক ও ডনোভান সরকারি  বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।

বক্তারা তাদের স্ব স্ব বক্তব্যে, আলাদা অধিদপ্তর,এন্ট্রি নবম প্রেড, সহকারী শিক্ষকদের নবম গ্রেড , সিনিয়র শিক্ষকদের ৬ ষষ্ঠ গ্রেড, সহকারী প্রধান শিক্ষকদের ৫ম গ্রেড  সহ প্রধান শিক্ষকদের ৪ রক্ত গ্রেডর দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। 

মন্তব্য করুন