প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১১:৫০ এ এম

অনলাইন সংস্করণ

৫০ লাখ টাকা চাঁদা দাবী; চাঁদা না দেওয়ায় দিন দুপুরে ব্যবসায়ীর বাড়িতে গুলি




মোঃ একরামুল হক , হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা:

চট্টগ্রামের হাটহাজারীতে দিনদুপুরে এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ১৫ দিন আগে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে তাঁর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি বিষয়টি গুরুত্ব না দিলে আজ দুপুরে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দুটি মোটরসাইকেলে করে ছয়জন অজ্ঞাতনামা যুবক বাড়ির সামনে আসে। এর মধ্যে চারজন সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে দোতলা বাড়ি লক্ষ্য করে পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায়। এ সময় বাড়ির মূল ফটক তালাবদ্ধ থাকায় তারা ভেতরে ঢুকতে পারেনি।

ব্যবসায়ীর বড় ভাই আবুল কালাম জানান, পরিবারটি মূলত চট্টগ্রাম নগরে বসবাস করে। গুলির ঘটনায় তাঁরা আতঙ্কে আছেন। রাতেই থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

খবর পেয়ে হাটহাজারী থানা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ বলেন, “এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন