
প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
আনোয়ার হোসেন.নিজস্ব প্রতিনিধিঃ
যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলামের কাছে ৮ দফা দাবিতে যশোর জেলার ভৈরব নদ নদীর সংস্কার আন্দোলনের পক্ষ থেকে স্মারকলিপি দেয়া হয়েছে।গতকাল বুধবার ১৭ই সেপ্টেম্বর দুপুরের সময়ে।
এই দাবিগুলোর মধ্যে রয়েছে, উজানে দ্রুত সময়ের ভিতর নদী সংযোগ করে দিতে হবে, ভৈরব সহ জেলার সকল নদীর অবৈধ দখলদার বাধ উচ্ছেদ করে নদীর সীমানা ফিরিয়ে দিতে হবে, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে, নদী তট আইন মেনে নদীর সীমানা নির্ধারণ, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বিআইডব্লিউটিএর অনুমোদন সহ নৌ যান চলাচলের উপযোগী করে দ্রুত সময়ের ভেতর দাইতলা ছাতিয়ানতলা ও রাজার হাটের সেতুর কাজ শেষ করতে হবে, দাইতলা ও ছাতিয়ানতলার অস্থায়ী সেতু চলাচলের উপযোগী করা, হাসপাতাল ক্লিনিক হাট বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের বর্জ্য, পয়ঃপ্রণালী নদীগর্ভে ফেলা বন্ধ করে নদীর পরিবেশ ফিরিয়ে আনতেহবে, এবং মুক্তেশ্বরীর বুক থেকে অবৈধ উচ্ছেদ করতে হবে। এবং নদী ভরাট করে প্লট বিক্রিকারীদের উচ্ছেদ ও আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আগামী ২৪শে সেপ্টেম্বর সেতুর কাজ দ্রুত শেষ করার দাবিতে এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাছে স্মারকলিপি প্রদান করা হবে। কাজ শুরু না হলে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে যশোর ঢাকা মহাসড়কে অবস্থান কর্মসুচি করা হবে। সংগঠনের আহ্বায়ক প্রফেসর আফসার আলী সাক্ষরিত স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন জিল্লুর রহমান ভিটু, তসলিম উর রহমান, আবু হাসান, হারুন অর রশিদ, হাচিনুর রহমান, এড মাহমুদ হাসান বুলু, রাসেদ খান,শেখ আলাউদ্দিন, সাহবুদ্দিন বাটুল, রায়হান বিশ্বাস সহ প্রমুখ গন।
মন্তব্য করুন