
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৪, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ
ঋতুভিত্তিক অসাম্প্রদায়িক উৎসবে মেতেছে সব শ্রেণি-পেশার মানুষ। বাঙালির প্রাণের মেলা ‘বর্ষবরণ’ বাংলাদেশের সবচেয়ে বড় ও সার্বজনীন উৎসব। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী আজ রোববার থেকে শুরু হয় ১৪৩১ সনের দিন গণনা। বাঙালির জীবনে বৈশাখ মাসের প্রথম দিনে উৎসবে মাতে প্রতিটি মানুষ, পুরো দেশ।
বগুড়ায় বর্ষবরণে প্রত্যন্ত গ্রামে বসেছে বৈশাখী মেলা। ধর্ম, বর্ণ, গোত্র, ধনী, নির্ধন–নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ উৎসবে মেতেছেন। জেলা শহরসহ প্রতিটি উপজেলায় আয়োজন করা হয় শোভাযাত্রা, লাঠিখেলা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
রোববার সকাল সাড়ে ৮টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। ঢাক-ঢোলের তালে শোভাযাত্রায় নানা ধরনের প্রতীকী শিল্পকর্ম তুলে ধরা করা হয়। রং-বেরংয়ের নানা প্রাণির প্রতিকৃতি ঘোড়া, হাতি, মাছ, পালকি, ঘোড়ার গাড়ি, মোরগের লড়াই ও পেঁচা প্রতিকৃতি ছিল চোখে পড়ার মতো।
জেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি, জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তী, স্থানীয় সরকার উপপরিচালক মাসুম আলী বেগ, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়। বৈশালী, পাশের বাড়ি, পিরি পাইট, বেনিয়ম, শেয়াল ধরা সহ নানা ধরনের খেলা দেখান লাঠিয়ালেরা।
এদিকে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় মুজিব মঞ্চে ‘দিন বদলের মঞ্চ' ও শহীদ খোকন পার্কে লোকজ মেলা আয়োজন করা হয়েছে। পৌর পার্কে বৈশাখী মেলা আয়োজন করেছে বগুড়া থিয়েটার। নন্দীগ্রাম উপজেলার নিমাইদিঘী ও পাঠানসহ জেলার বিভিন্ন গ্রামে মেলা বসেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিকসহ নানা সংগঠন পান্তা-ইলিশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। জেলার সবকটি উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা করা হয়।
বর্ষবরণ উপলক্ষ্যে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া পুলিশ লাইন্স স্কুল ও কলেজ, করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে।
এর আগে সকাল সোয়া ৮ টায় বগুড়া পৌর পার্কে সাতদিন ব্যাপী ৪৩ তম বৈশাখী মেলা এবং খোকন পার্কে সাতদিন ব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।
মন্তব্য করুন