বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ১৭ মে, ২০২৪, ০৮:২২ পিএম

অনলাইন সংস্করণ

বদলগাছীতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ছবি: রূপালী বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে নিহত হবার ৬ বছর পর এদিন দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেছিলেন তিনি। গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে এখন ৫ম মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা।

তাই দিন টিকে ঘিরে সারা দেশের ন‍্যায় নওগাঁর বদলগাছীতে যথাযথ মর্যাদায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত‍্যাবর্তন দিবস  উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৭ই মে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ ডাকবাংলোতে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয় এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে ১মিনিট নিরবতা পালন করা হয়। 

বদলগাছী আওয়ামী লীগ সভাপতি আবু খালেদ বলুর সভাপতিত্বে  বঙ্গবন্ধু কন‍্যা শেখ হাসিনার স্বদেশ প্রত‍্যাবর্তন দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪৮, নওগাঁ-৩ আসনের সংসদ সদস‍্য সৌরেন্দ্র নাথ চক্রবর্তী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সাকলায়েন সুবেল, সাংগঠনিক সম্পাদক ভগিরত কুমার মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম তৌফিক মান্নান পলাশ,শ্রম বিষয়ক সম্পাদক মো বেলায়েত হোসেন,কোলা ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বালুভরা আওয়ামী লীগের সহ সভাপতি সুকুমল, সাবেক যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রলয় চৌধুরী সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ,মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন