প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৫, ১২:০১ পিএম

অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব নয়: খায়ের ভূঁইয়া

 

দেশবাংলা ডেস্কঃ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, কাউকে নিষিদ্ধ, কাউকে প্রসিদ্ধ করা আমাদের দায়িত্ব নয়।

 রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন, তাদের দায়িত্ব। এ ধরনের দায়-দায়িত্ব আমরা নেবো না। নির্বাচনই আমাদের দাবি, এর বাইরে কোনো দাবি আমরা উত্থাপিত করিনি।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি।

খায়ের ভূঁইয়া আরও বলেন, জনগণ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার একটি ব্যবস্থা করে দ্রুততম সময়ে নির্বাচনের রোডম্যাপ দেওয়া, এটা আমাদের দায়িত্ব। আমাদের কর্তব্য হলো নির্বাচন।

দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে খায়ের ভূঁইয়া বলেন, চাঁদাবাজি ও অপ্রাসঙ্গিক বিষয়ে বিএনপি বা অঙ্গসংগঠনের নেতাকর্মী যাতে সাহস দেখাতে না পারে সেজন্য সর্তক করে দেওয়া হয়েছে। 

ইতোমধ্যে কিছু লোককে সর্তক করা হয়েছে আবার কিছু লোককে দল থেকে বহিষ্কারও করা হয়েছে।

তিনি বলেন, বিগত ১৬-১৭ বছর বাংলাদেশে একটি অনিয়ম ছিল। এই অনিয়মকেই নিয়মে বানানো হয়েছিল। এতে করে সমাজিক অক্ষয়টি তাৎক্ষণিকভাবে পরিহার করতে পারি না। 

ইতোমধ্যে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে। চাঁদাবাজ, দুর্নীতি ও জায়গা-জমি সংক্রান্ত শালিশ এগুলো বিএনপি নেতাকর্মীদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ।

এসময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপি আহ্বায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সালেহ আহম্মদ, সদস্যসচিব সফিকুর রহমান ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানি, যুগ্ম-আহ্বায়ক আব্দুল মজিদ চৌধুরী, সদস্যসচিব সফিকুল আলম আলমাস, জেলা যুবদলের সদস্যসচিব আব্দুল আলিম হুমায়ুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।

মন্তব্য করুন