
প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ
প্রতিনিধি মোঃ মানিক মিয়া :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের আটক করা হয়।
শুক্রবার রাতে এ ঘটনায় অজ্ঞাতনামা ১৫শ থেকে ২ হাজার জনকে আসামি করে মামলা দায়ের হয়। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, কিছু দুষ্কৃতকারী গত বছরের ৫ আগস্টের পর থেকে গেজেটভুক্ত ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে অবৈধ এবং অননুমোদিতভাবে কোটি টাকার পাথর লুটপাট করছে।
এজাহারে আরও বলা হয়, সরকারি গেজেটভুক্ত কোয়ারি থেকে এ ধরনের লুট বা চুরি খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২-এর ধারা ৪(২)(ঞ) এবং খনি ও খনিজ সম্পদ বিধিমালা, ২০১২-এর বিধি ৯৩(১)-এর সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৭৯ ও ৪৩১ ধারার অপরাধও সংঘটিত হয়েছে।
আটককৃতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে মোহাম্মদ কামাল মিয়া, কামাল মিয়ার ছেলে মোঃ আবু সাঈদ, নাজিরের গাও এর মৃত মনফর আলীর ছেলে মোঃ আবুল কালাম।তাদের বাড়ী থেকে আটক করা হয়েছে। অন্যদিকে ক্রাশ করা সাদা পাথর ট্রাকযোগে নেওয়ার সময় চেকপোস্টে উপজেলার লাছুখাল গ্রামের শহিদ মিয়ার ছেলে ইমান আলী ও জাহাঙ্গীর আলমকে ডাম্প ট্রাক ভর্তি সাদা পাথরসহ আটক করা হয়েছে।
এবিষয়ে তথ্য নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত বলেন সকলকে খনিজ সম্পদ অধিদপ্তরের দায়েরকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন