প্রকাশিত: ৩০ সেপ্টেম্বার, ২০২৫, ০৬:৪২ পিএম

অনলাইন সংস্করণ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযান : ১৪৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক-১

 

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি:

 

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক ধামইরহাট সীমান্তে একজন চোরাকারবারীসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। 

বিজিবি সূত্র জানায়, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার ভোর ৪টার দিকে বস্তাবর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ সুলতান খাঁন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৩-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুলফতপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৪৫ বোতল ভারতীয় ফায়ারডিলসহ ০১ জন চোরাকারবারী মোঃ উজ্জল হোসেন(২১), পিতা-মোঃ আঃ রশিদ, গ্রাম-ইশ্বরলক্ষীপুর, পোস্ট-পাহাড়পুর, থানা-মহাদেবপুর এবং জেলা-নওগাঁকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়। পরে মাদকদ্রব্য আইন অনুযায়ী মামলা রেকর্ড করে জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে আসামিকে। 

 নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।

মন্তব্য করুন