প্রকাশিত: ২৮ সেপ্টেম্বার, ২০২৫, ০৪:৩১ পিএম

অনলাইন সংস্করণ

মিঠাপুকুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা



মিঠাপুকুর( রংপুর) প্রতিনিধিঃ

 

"পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিতকরন"- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জিএফএ কনসালটিং গ্রুপ,কানাডা ও সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় এবং জাতীয় বেসরকারি সংস্থা আমরাই পারি বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় নাগরিক প্রকল্প দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্র মিঠাপুকুর উপজেলায় কার্যক্রমের বাস্তবায়নে গতকাল রবিবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
এ সময় আলোচনা সভায় দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট অফিসার আসাদুল ইসলাম ( আসাদ) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুর রহমান শাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট কো- অডিনেটর ইকবাল হোসেন, নাগরিক প্রকল্প প্রজেক্ট অফিসার গৌসুল আজম,উপজেলা নাগরিক ফোরামের সভাপতি মাষ্টার মোহন লাল কুজুর,রানীপুকুর ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি সরোয়ার আলম সোহেল প্রমুখ। বক্তারা বক্তব্যে বলেন, সরকারী বেসরকারি  বিভিন্ন অফিস দপ্তরের সুবিধা পেতে হলে আগে তথ্য জানা প্রয়োজন এবং বেশি বেশি করে যোগাযোগের মধ্যে সহজে তথ্য পাওয়া য়ায়। কিন্ত আমাদের যোগাযোগ না থাকার কারনে আমরা অনেক তথ্য পাই না এবং বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হই।

মন্তব্য করুন