প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৫, ০১:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

শ্রীপুরে মহুয়া ট্রেন অগ্নিকাণ্ডে সাহসী শাহাবুদ্দিনকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সম্মাননা

 

নাজমূল হুদা সাদ্দামঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় মহুয়া এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের বগি আলাদা করে হাজারো যাত্রীকে রক্ষা করা সাহসী ব্যক্তি মোহাম্মদ শাহাবুদ্দিনকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সম্মাননা ও উপহার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার  (৩ এপ্রিল ) গাজীপুর-৩ আসনের  জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মেজর জনাব আবদুল্লাহ আল মাহমুদ  পক্ষ থেকে এ উপহার প্রদান করা হয়।

উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত মো. রফিকুল ইসলাম রায়হান, উপজেলা জাতীয় নাগরিক পার্টির সভাপতি প্রার্থী আবু রায়হান মিসবাহ, জাতীয় নাগরিক পার্টির নেতা মো. আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

তারা সবাই মোহাম্মদ শাহাবুদ্দিনের এই অসাধারণ সাহসিকতার প্রশংসা করেন এবং তার মতো সকল নাগরিককে সমাজ ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

শাহাবুদ্দিন বলেন, "আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। আল্লাহর রহমতে অনেক মানুষের প্রাণ বেঁচেছে। সমাজের সকলের উচিত দেশের সম্পদ ও মানুষের নিরাপত্তার জন্য সচেতন থাকা।"

জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ ও স্থানীয়রা মনে করেন, এমন সাহসী কাজের জন্য মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া উচিত।

মন্তব্য করুন