
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৪, ০২:১৮ এ এম
অনলাইন সংস্করণ
সরকারি কাজ ভালো হোক আর খারাপ হোক সরকারি লোকজন দেখবে সেটা জনগণের দেখার বিষয় না। এমন মন্তব্য করেছেন রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুল হক জোয়ার্দ্দার।
জানা যায়, রাজবাড়ী জেলা কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ২৭ নং আখরজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ১০ লক্ষ ৯৮০০০ টাকা ব্যয়ে চারতালা ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে ২৫ শে মার্চ। কিন্তু শুরুতেই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠান সিফাত এন্টারপ্রাইজ এর নামে। পরে স্কুল কমিটি বিষয়টি স্থানীয় চেয়ারম্যান কে জানালে চেয়ারম্যান নির্মাণ কাজ বন্ধ করে দেন।
বিষয়টি কালুখালী উপজেলা প্রকৌশলীকে জানানো হলে ২৬ শে মার্চ মঙ্গলবার সকালে নির্মাণ কাজ পরিদর্শনে জান তিনি।
এসময় স্কুল কমিটি ও স্থানীয় মেম্বার মোঃ তোফাজ্জেল হোসেন অনিয়মের কথা বললে উত্তেজিত হয়ে তর্ক বিতর্ক শুরু করেন উপজেলা প্রকৌশলী। তিনি বলেন সরকারি কাজ ভালো হোক আর খারাপ হোক সরকারি লোকজন দেখবে সেটা জনগণের দেখার বিষয় না। জনগণের সরকার যাকে ওই কাজ দেখার দায়িত্ব দেবে দেখার দায়িত্ব তার অন্য কোন ব্যক্তির না।
চেয়ারম্যান ও মেম্বারদের সরকার যদি নিয়ম পরিবর্তন করে বলে দেয় ইঞ্জিনিয়ার, কৃষি অফিসার, মৎস্য অফিসারদের কাছ থেকে কাজ বুঝে নেবেন তখন তারা এ কথা বলতে পারবে।
তিনি আরো বলেন, সরকারি কাজে কেউ বাধা সৃষ্টি করলে মন্ত্রী হোক আর ডিসি সাহেব হোক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবো।
মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, এলাকার লোকজন আমাকে ফোন দিয়ে বলেন নিম্নমানের ইট নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে। তখন আমি জেলা নির্বাহী প্রকৌশলী সঙ্গে কথা বলি তিনি বলেন এরকম কোন ঘটনা ঘটলে কাজ বন্ধ করে দিতে।পরে আমি উপজেলা প্রকৌশলী কে ফোন দিয়ে বিষয়টি বললে তিনি আমাকে বলেন ইটের মান ভালো কি খারাপ আপনি কি বোঝেন।
সাংবাদিকেরা উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুল হক জোয়ার্দ্দার কাছে সরকারি কাজের মান ভালো না খারাপ হচ্ছে সেটা জনগণ দেখতে পারবে কিনা এমন প্রশ্ন করলে তিনি বলেন বিষয়টি এভাবে বলি নাই।
তবে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।
মন্তব্য করুন