
প্রকাশিত: ১৮ ঘন্টা আগে, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ
কাজল খান মাদারীপুর:
মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নে গণকবর ভরাট প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সংরক্ষিত নারী ইউপি সদস্য আপিয়া আক্তারের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, সরকার থেকে প্রায় আড়াই লাখ টাকা বরাদ্দ পাওয়া হলেও কবরস্থানে কোনো কাজই হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শিরখাড়া ইউনিয়নের গোসাইদিয়া গ্রামের ছালাম হাওলাদারের বাড়ি সংলগ্ন গণকবর ভরাটের জন্য ২০২৪-২৫ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) প্রকল্পের আওতায় বরাদ্দ দেওয়া হয় প্রায় আড়াই লাখ টাকা। কিন্তু টাকা উত্তোলনের দু’মাস পেরিয়ে গেলেও কবরস্থানে মাটি ভরাটের কোনো চিহ্ন নেই।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন,“আমরা শুনেছিলাম কবরস্থানটি ভরাট হবে। কিন্তু দায়িত্বে থাকা ইউপি সদস্য টাকা তুলে আত্মসাৎ করেছেন। একজন জনপ্রতিনিধি হয়ে, মুসলিম হয়েও কবরের মাটি ভরাটের টাকা আত্মসাৎ করা লজ্জাজনক।”
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইউপি সদস্য বলেন, এলাকায় প্রভাব বিস্তার ও সন্ত্রাসী বাহিনী লালন করার কারণে অনেকে ভয় পেয়ে মুখ খুলতে পারেন না।
তবে ইউপি সদস্য আপিয়া আক্তার জানান, “টাকা উত্তোলন করে আমি আমার কাছে রেখেছি। এখানে বালু দিলে থাকবে না, তাই মাটি দিতে হবে। কয়েক দিনের মধ্যেই কাজ শুরু করব।”
মাদারীপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নজরুল ইসলাম বলেন, “টাকা উত্তোলনের বিষয়টি আমাদের জানা নেই। আমরা বিষয়টি খতিয়ে দেখব।”
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহলের দাবি, কবরস্থানের মতো সংবেদনশীল স্থানের কাজে দুর্নীতি করলে এর সঠিক তদন্ত ও কঠোর বিচার নিশ্চিত করা প্রয়োজন।
মন্তব্য করুন