
প্রকাশিত: ২০ ঘন্টা আগে, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
আনোয়ার হোসেন নিজস্ব প্রতিনিধিঃ
বেনাপোল বন্দরে ভারতীয় কাঁচামরিচ বাহী একটি ট্রাক থেকে এয়ার গান পিস্তল সহ দুই ভারতীয় নাগরিক কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যগন।
রোববার (৭ই সেপ্টেম্বর) বেলা ১২টা ৩০ মিঃ সময়ে বেনাপোল আইসিপি কার্গো ইয়ার্ড টার্মিনালের আমদানি-রপ্তানি মেইন গেটে এই ঘটনা ঘটেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবির) হাবিলদার মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টহল দল ভারতীয় ট্রাক (নং CG04PU5288) তল্লাশি চালায়।
এই সময় ট্রাক থেকে একটি এয়ারগান পিস্তল ও ৯৩টি এয়ার পেলেট গুলি উদ্ধার করা হয়।
এই ঘটনায় ভারতীয় নাগরিক ট্রাক চালক গুরুজিত সালুজা (৩১), পিতা জাস পাল সালুজা এবং সহকারী গাড়ির হেল্পার রাম দাস নাওয়াদি (২৪), পিতা মালকিয়া নাওয়াদি উভয়েই বাড়ি ভারতে মধ্যপ্রদেশের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা আটক হয়েছেন।
জিজ্ঞাসাবাদে তারা জানান, প্রথম বারের মতো বাংলাদেশে মালবাহী ট্রাক নিয়ে আসেন তারা এবং নিজেদের নিরাপত্তার জন্য ভারতের স্থানীয় বাজার থেকে এয়ার পিস্তল কিনে সঙ্গে এনেছেন বলে জানা গেছে।
আটক ট্রাক আমদানিকারক প্রতিষ্ঠান শিমু এন্টারপ্রাইজ, ঢাকা এবং বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট ওমর এন্ড সন্স।
আটক ভারতীয় নাগরিকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন