
প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ
মো.এমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
নরসিংদীর মনোহরদীতে এস.আই শাহিনুর ইসলাম এর সফল অভিযানে দুই সাজা প্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মনোহরদী থানা সূত্রে জানা যায়,নরসিংদীর সহকারী পুলিশ সুপার(শিবপুর সার্কেল) রায়হান সরকার ও মনোহরদী থানার নবাগত অফিসার ইনচার্জ দুলাল আকন্দ এবং ইন্সপেক্টর তদন্ত এর সার্বিক দিক-নির্দেশনায় এস.আই শাহিনুর ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে মনোহরদী থানার মামলা নাম্বার ৮(২)১১ এর আসামী খিদিরপুর পাড়াতলা গ্রামের মহেন্দ্র সূত্রধরের ছেলে অনিল সূত্র ধর ও অপরদিকে মামালা-৪৪/২৪ এর আসামী খালিয়াবাইদ খান বাড়ীর ফজলুর রহমান এর ছেলে চাববাক কাকনকে গ্রেফতার করে এক আসামীকে সি.আর সাজা বিনাশ্রমে দুইমাসের কারাদণ্ড অথবা নগদ ২ লক্ষ টাকা অর্থদণ্ড এবং অপর আসামীকে জিআর সাজা তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড তামিল করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন