
প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যালটে আগে থেকে চিহ্ন দেওয়ার অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে টিএসসি কেন্দ্রের সামনে সাংবাদিকদের সামনে এসে এই অভিযোগ করেন তিনি।
আবিদুল অভিযোগ করে বলেন, রোকেয়া হলে এক শিক্ষার্থী ব্যালট হাতে পাওয়ার পর বুথে গিয়ে দেখতে পান—শিবির সমর্থিত প্রার্থী আবু সাদিক কায়েম ও এস এম ফরহাদের ঘরে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া আছে।
তিনি বলেন, চিফ রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে হলে প্রবেশ করি। গিয়ে দেখেছি অভিযোগ সত্য। ভোটগ্রহণের মতো গুরুতর বিষয়ে এ ধরনের ঘটনা উদ্বেগজনক। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অশনি সংকেত।
তিনি আরও জানান, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা বিষয়টি সম্পর্কে কিছু জানাতে পারেননি। আবিদুল গণমাধ্যমকে অনুরোধ করেন বিষয়টি গভীরভাবে অনুসন্ধান করার জন্য।
মন্তব্য করুন