
প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ
মিঠাপুকুর(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রদীপ দাসের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার মিলনপুর ইউনিয়নের বাসিন্দা প্রদীপ দাসের পরিবারের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান সরকার।
উল্লেখ্য, সম্প্রতি রংপুরের তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট এলাকায় ভ্যানচোর সন্দেহে গণপিটুনিতে নিহত হন প্রদীপ দাস ও তার ফুফা শ্বশুর রূপলাল। মেয়ে দেখতে যাওয়ার পথে স্থানীয়দের গণপিটুনির শিকার হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতদের পরিবার চরম আর্থিক সংকটে পড়ে। পরিবারের দুঃসময়ে পাশে দাঁড়ানোর অংশ হিসেবে মিঠাপুকুর উপজেলা প্রশাসন এই খাদ্যসামগ্রী বিতরণ করে।
মন্তব্য করুন