
প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
মিঠাপুকুর( রংপুর) প্রতিনিধিঃ
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে গতকাল সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে প্রকল্প সমাপনী মূল্যায়ন প্রতিবেদন সহভাগিতা বিষয়ক সভা-২০২৫ অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের ম্যানেজার সুজিত কস্তা'র সভাপতিত্বে প্রকল্প সমাপনী মূল্যায়ন পরবর্তী প্রতিবেদন সহভাগিতা করেন,স্কোপ ইনসাইট লিমিটেডের চেয়ারম্যান শরিফুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক মোফাখখারুল। সভায় উন্মুক্ত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাকিবুল হাসান, উপজেলা মেডিকেল অফিসার ও রোগ নিয়ন্ত্রণ ডাঃ এম এ হালিম লাবলু, , উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুর রহমান শাহ্, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ ফারহানা আফরোজ, উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজা বেগম, যুব ফোরামের সভাপতি আহসান হাবীব প্রমুখ। সভায় বক্তারা বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রামের মাধ্যমে দূর্গাপুর ও রাণীপুকুর ইউনিয়নে গত ১৫ বছর ধরে শিশু, মা ও কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টি, অর্থনৈতিক উন্নয়ন, শিশুর অধিকার ও সুরক্ষা, স্যানিটেশন নিশ্চিতে সরকারি দপ্তরসমূহ, বেসরকারি সংস্থা ও স্থানীয় এলাকাবাসীদের সমন্বয়ে অনেক উন্নয়ন সাধন করেছে। যা মূল্যায়ন পরবতী প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ পায়। এই উন্নয়ন ধরে রাখা এলাকাবাসী, স্থানীয় সংগঠন ও কমিটিসমূহের একান্ত দায়িত্ব। বক্তাগণ বাল্যবিবাহ, শিশু শ্রমের তথ্য বিভাগ, ইউনিয়ন পর্যায়ে তুলনামূলক তথ্য প্রতিবেদনে অর্ন্তভূক্ত করার পরামর্শ প্রদান করেন। মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুজিত কস্তা সমাপনী বক্তব্যে বলেন, আগামী ২০২৬ অর্থবছরে পুরো উপজেলা তথা ১৭ টি ইউনিয়নে বাল্যবিবাহ ও শিশু শ্রম বন্ধে কার্যক্রম পরিচালনা করবে তা উপস্থিত সকলকে অবহিত করেন। পাশাপাশি উক্ত কার্যক্রম সফল করতে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। সহভাগিতা বিষয়ক সভায় সরকারি কর্মকর্তাবৃন্দ, গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ও যুব ফোরামের সদস্যবৃন্দ এবং ওয়ার্ল্ড ভিশন এর কর্মকর্তাবৃন্দরা অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন