প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০৫:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ যশোর বিএনপির

 

.আনোয়ার হোসেন.নিজস্ব প্রতিনিধিঃ

দীর্ঘ ১৬  বছরের লড়াই-সংগ্রামসহ  ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে যশোর জেলা বিএনপি।যশোর সদর শহর পৌর উদ্যানে এবং সদর উপশহর পার্কে শহীদদের নামে একটি করে বৃক্ষ রোপণ করা হয়ে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা বিএনপি ও জেলা কৃষক দলের যৌথ আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

এ সময়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির অধ্যাপক নার্গিস বেগম এ সময় বলেন, শহীদদের অবদান চিরকাল ধরে রাখার জন্য এবং আগামী প্রজন্ম যেন তাঁদের মনে রাখে, সেইজন্য প্রত্যেক শহীদের নামে একটি করে গাছ লাগানো হবে। জুলাই বর্ষপূর্তিতে আমরা সকল শহীদদের নামে তাঁদের স্বজনদের হাত দিয়ে বৃক্ষরোপণ করছি, যাতে শহীদদের নাম জনগণের হৃদয়ে অম্লান থাকে চিরকাল। এর মাধ্যমে আগামী প্রজন্ম ফ্যাসিস্ট পতনের সঠিক ইতিহাস জানতে পারবে। ফ্যাসিস্ট মুক্ত করার পেছনে যারা নিজের জীবন উৎসর্গ করে গেছে, আমরা তাদের স্বজনদের সাথে দুঃখ বেদনা ভাগাভাগি করে নিতে চাই আমরা।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, ‘জুলাই ২০২৪ এর বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ৩৬ দিনব্যাপী নানান কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে ‘সবুজে পল্লবে স্মৃতিতে অম্লান’ এই স্লোগানে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। দীর্ঘ ১৬  বছরের লড়াই-সংগ্রামসহ জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, আমরা তাঁদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্মরণ করি। তাঁদের স্মরণের মাধ্যমে আজ আমরা গণতন্ত্রের পথে একটি ধাপ অতিক্রম করতে পেরেছি।

অনুষ্ঠানে দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে সীমিত সামর্থ্যের মধ্য থেকে শহীদদের স্মরণ করার চেষ্টা করেছি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, জনগণের রায়ে আগামীতে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাঁদের নামে একেক টি সরকারি প্রতিষ্ঠানের নামকরণ করতে চান, যাতে নিজ নিজ অঞ্চলের মানুষ শহীদদের নাম স্মরণ করতে পারবেন।

যশোর জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী টি এস আইয়ুব প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি।

অধ্যাপক নার্গিস বেগম ও অনিন্দ্য ইসলাম অমিত শহীদদের স্বজনদের নিয়ে বৃক্ষরোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, সাবেক যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খান, জেলা কৃষক দলের সদস্য সচিব শিকদার সালাউদ্দিন প্রমুখ।

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, পৌর পার্কে যশোর সদর, শার্শা, ঝিকরগাছা, চৌগাছা উপজেলার ৪৬ জন এবং উপশহর পার্কে মনিরামপুর, কেশবপুর, বাঘারপাড়া এবং অভয়নগর উপজেলার ২২ জন মোট ৬৮ জন শহীদের নামে বৃক্ষ রোপণ করা হয়েছে জানান ।

মন্তব্য করুন