
প্রকাশিত: ২০ ঘন্টা আগে, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ
আনোয়ার হোসেন.নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের শার্শায় নিখোঁজের একদিন পর খায়রুল ইসলাম (৩৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে শার্শা উপজেলার জেলেপাড়া মান্দারতলা সড়কের পাশে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে ডোবায় মরদেহ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত খায়রুল ইসলাম বেনাপোল পোট থানাধীন বোয়ালিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে বলে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানায়,গতকাল বৃহস্পতিবার দুপুরের সময় খায়রুল ইসলাম ডাক্তার দেখাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলো বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। লাশের শরীরে কোনো আঘাত বা ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি।
ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন