
প্রকাশিত: ২০ ঘন্টা আগে, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ
আনোয়ার হোসেন.নিজস্ব প্রতিনিধিঃ
যশোর প্রবীণ সাংবাদিক দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ মৃত্যু বরণ করেছেন( ইন্না লিল্লাহি ...রাজিউন) ।গাকাল (২২ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০মিনিটের দিকে যশোর সদর জেনারেল হাসপাতালে আনা হলে বিশেষজ্ঞ চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রুকুনউদ্দৌলাহর পিতাঃ মরহুম মোকসেদ আলী। রুকুনউদ্দৌলাহ'র শৈশব-কৈশোর কেটেছে নওগাঁয় সেখানে থাকতেন অগ্রজ আসফউদ্দৌলা'র কাছে। নওগাঁ কেডি স্কুলে পড়াকালীন বেজে ওঠে মুক্তিযুদ্ধের দামামা। রাজনৈতিক সচেতন রুকুনউদ্দৌলাহ পরিবারের সাথে চলে যান ভারতে। সেখানে শিলিগুড়িতে প্রশিক্ষণ শেষে ফ্রিডমফাইটার হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ধর্ম, মানবতা, সাংবাদিকতা ছাড়া অন্য কোনো পেশায় ঢোকেননি এক মুহূর্তের জন্যেও। দেশের ঐতিহ্যবাহী প্রাচীনতম দৈনিক সংবাদ' এর সাথে জড়িত চার দশক ধরে তিনি
এর আগে গুরুতর অসুস্থ হয়ে ঢাকার ইব্রাহিক কার্ডিয়াক হাসপাতালে গত ২৭শে জুলাই তিনি ভর্তি হন। হাসপাতালে তিনি দেশবরেণ্য চিকিৎসক অধ্যাপক এমএ রশিদের তত্ত্বাবধায়নে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসায় ছিলেন। হার্টে ৩টি রিং স্থাপন শেষে তিনি গত বৃহস্পতিবার যশোর চলে আসেন।
সংবাদ' এ তিমি নিয়মিত কলাম 'গ্রাম-গ্রামান্তরে' বেশ জনপ্রিয়। তিনি চ্যানেল আই, রেডিও টুডেতে কাজ করেছেন। যশোর থেকে প্রকাশিত দৈনিক স্ফুলিঙ্গ, দৈনিক ঠিকানা, দৈনিক রানার, দৈনিক কল্যাণ'-এর বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বর্তমানে যশোর থেকে প্রকাশিত পাক্ষিক যশোরের কাগজের সম্পাদক।
এই পেশায় সাফল্যের স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছেন আইডিই পুরষ্কার, যশোর শিল্পী গোষ্ঠী পদক, জ্ঞানমেলা পদক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে গ্রহণ করেবজলুর রহমান স্মৃতিপদক।
শ্রাবণ প্রকাশনী থেকে গ্রাম-গ্রামান্তরে নবযুগ প্রকাশনী থেকে 'মুক্তিযুদ্ধে যশোর', নবরাগ প্রকাশনী থেকে 'আমার কৈশোর আমার মুক্তিযুদ্ধ', 'মানুষের ভাবনা মানুষের কথা' এবং 'ছোট ছোট কথা অচেনা মানুষ' নামে বই প্রকাশিত হয়েছে।
প্রকাশনী থেকে 'মুক্তিযুদ্ধে যশোর', নবরাগ প্রকাশনী থেকে 'আমার কৈশোর আমার মুক্তিযুদ্ধ', 'মানুষের ভাবনা মানুষের কথা' এবং 'ছোট ছোট কথা অচেনা মানুষ' নামে বই প্রকাশিত হয়েছে।
মন্তব্য করুন