
প্রকাশিত: ২১ মে, ২০২৪, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ
দ্বিতীয় ধাপে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এই দুই উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জনসহ ২৩ প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। দুটি উপজেলায় সর্বমোট ১৪৫টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে ব্যালট পেপার পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪ টা পর্যন্ত। এদিকে ওই দুই উপজেলায় ৬৭টি ঝূঁকিপূর্ণ কেন্দ্র থাকায় বিশেষ নজরদারি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর।
প্রতিটি কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করছেন ৩-৪ জন পুলিশ সদস্য, ১২ জন আনসার সহ প্রতিটি কেন্দ্রেই ষোল থেকে সতের জন আইনশৃঙ্খলার সদস্য রয়েছে। পাশাপাশি দুইটি উপজেলাজুড়ে তিনজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন করে সহকারী পুলিশ সুপারের অধীনে ৪টি সেক্টরে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করছে পুলিশ। এছাড়া মাঠে টহলে রয়েছে বিজিবি ও পুলিশের একাধিক স্ট্রাইকিং ফোর্স।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, টঙ্গীবাড়ী উপজেলার ১৩টি ইউনিয়নের ১ লাখ ৯০ হাজার ২০১ জন ভোটারের জন্য ৮৪ টি ভোটকেন্দ্র। এর মধ্যে ২০টি ঝূঁকিপূর্ণ ও ৬৪ টি সাধারণ কেন্দ্র। টঙ্গীবাড়ী প্রতিদ্বন্দী প্রার্থী রয়েছেন ১৩ জন। চেয়ারম্যান প্রার্থী ৬ জন, ভাইস চেয়ারম্যান ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন।
লৌহজং উপজেলার ১০টি ইউনিয়নে কেন্দ্র ৬১টি, ভোট কক্ষ ৪৪৩। এর মধ্যে ঝূঁকিপূর্ণ ৪৭টি ও বাকি ১৪টি সাধারণ ভোটকেন্দ্র। এই উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৭৯৮। যার মধ্যে পুরুষ ৮৬ হাজার ৬৬ ও মহিলা ৮০ হাজার ৭৩২। লৌহজংয়ে প্রতিদ্বন্দী প্রার্থী রয়েছেন ১০ জন। চেয়ারম্যান প্রার্থী ৩ জন, ভাইস চেয়ারম্যান ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন।
মন্তব্য করুন