প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১১:২৬ এ এম

অনলাইন সংস্করণ

ধামইরহাটে ডাসকো  ফাউন্ডেশনের উদ্দোগে বৃক্ষরোপন

 

 

ধামইরহাট(নওগাঁ) প্রতিনিধিঃ

ধামইরহাটে ডাসকো (DASCOH) ফাউন্ডেশন এর থ্রাইভ প্রকল্পের  সদস্যদের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের। ২০ আগষ্ট বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে বনজ ফলজ এবং ঔষুধি  গাছের চারা বিতরণ উপলক্ষে গাছের উপকারিতা তুলে ধরেন এবং গাছ রোপনে উদ্বুদ্ধ করনে বক্তব্য প্রদান করেন কৃষিবিদ তৌফিক আল জুবায়ের। তিনি বলেন, "গাছ লাগানো এবং গাছের পরিচর্যা মাধ্যমে এই কর্মসূচি সফল করতে হবে তবেই আমাদের এই ধামইরহাট আপনাদের হাত ধরে

গ্রীন ধামইরহাট এ পরিনত হবে।" উল্লেখ্য ডাসকো ফাউন্ডেশন হেকস ইপার এর সহায়তায় ধামইরহাট উপজেলায় থ্রাইভ প্রকল্প বাস্তবায়ন করছে।

মন্তব্য করুন