
প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ
ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গৌরবের অভিযাত্রার ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে আনন্দ মিছিল, বিশাল কর্মি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নজিপুর সরদারপাড়ায় উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীরা সমবেত হন। পরে নজিপুর পৌর শহরের প্রধান প্রধান সড়কে আনন্দ মিছিল প্রদক্ষিণ শেষে পাবলিক মাঠে আয়োজিত সম্মেলনে যোগদান করে। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন- নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান (জোহা)।
উপজেলা বিএনপির সভাপতি মোকছেদুল হক সিরির সভাপতিত্বে এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী, নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এজেড মিজান ও আব্দুল্লাহ আল মাসুম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর এবং ১১ ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠের অসংখ্য নেতা-কর্মীগণ।
মন্তব্য করুন