প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৫:২৩ পিএম

অনলাইন সংস্করণ

মিঠাপুকুরে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


 

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিঠাপুকুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার বিকাল ৪ টায় মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালী শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ওভার ব্রীজের নিচে গিয়ে র‍্যালী শেষ হয়। এ সময় আলোচনা সভায় মিঠাপুকুর উপজেলা বিএনপি'র সভাপতি অধ্যাপক গোলাম রব্বানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য কাজি খয়রাত, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার প্রমুখ।
বক্তারা বক্তব্যে বলেন, ৪৭ বছর আগে দেশের এক চরম ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিশ্ববরেণ্য  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। বিএনপি আজ দল হিসেবে সারাদেশের জনগনের আশা আকাঙ্খার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বক্তারা আরো বলেন, নির্বাচনের মধ্যদিয়ে ফ্যাসীবাদ মুক্ত বাংলাদেশের জনসাধারণকে গণতান্ত্রিক একটি সরকার গঠন করে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে বিএনপি কাজ করে যাচ্ছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, মিঠাপুকুরে ধানের শীষের জোয়ার শুরু হয়েছে। এই জোয়ারকে অব্যাহত রেখে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। এসময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।

মন্তব্য করুন