
প্রকাশিত: ৩ সেপ্টেম্বার, ২০২৫, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লেঃ.কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সকালে বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাস স্ট্যান্ড বাজার এলাকায় অবস্থান নেয়। এই সময়ে তারা ঢাকা থেকে সাতক্ষীরা গামী একটি বাসের গতিরোধ করে অমিত বিশ্বাসকে আটক করেন।
আটক অমিত বিশ্বাস ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার জাগির দেওলী গ্রামের রঞ্জন বিশ্বাসের ছেলে।
তার প্যান্টের পকেট থেকে বিশেষ কায়দায় লুকানো ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার স্বর্ণের ওজন ৪৬৬.৪৬ গ্রাম। যাহার বাজার দর মূল্য ৭০ লাখ ৩০ হাজার টাকা
জানান, অমিত বিশ্বাস ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরা নিয়ে যাচ্ছিলো। আটক আসামি কে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান।
মন্তব্য করুন