
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৫, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার জৈনা বাজার এলাকার এইচডিএফ অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা এই অবরোধ ও বিক্ষোভ করেন।
সেনাবাহিনী, পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা এসে শ্রমিকদের বুঝিয়ে প্রায় আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করেন। দুপুর ১২টার দিকে শ্রমিকেরা মহাসড়ক ছাড়েন।
কারখানার শ্রমিকদের অভিযোগ, ‘আমাদের দুই মাসের বেতন ও বিভিন্ন ভাতা দিচ্ছে না কর্তৃপক্ষ। এর আগে বেতন-ভাতা নিয়ে তাঁদের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে, কিন্তু আমাদের পাওনা পরিশোধ করেননি। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। বৃষ্টিতে ভিজে আন্দোলন করছি কী জন্য, বোঝেন না? পেটের দায়ে বৃষ্টির মধ্যে ভিজে আন্দোলন করছি।’
এইচডিএফ অ্যাপারেলসের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শিপু চৌধুরী বলেন, ‘শ্রমিকদের বেতনভাতা পরিশোধের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। এর মধ্যেই তাঁরা (শ্রমিকেরা) মহাসড়ক অবরোধে নামেন।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘সকাল সাড়ে ৯টা থেকে স্থানীয় এইচডিএফ অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা বকেয়ো বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। দুপুর ১২টার দিকে সেনাবাহিনী, পুলিশ, র্যাবের সদস্যরা এসে যৌথভাবে শ্রমিকদের বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
মন্তব্য করুন