প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৫, ০৬:৩০ পিএম

অনলাইন সংস্করণ

মিঠাপুকুরে শিশুদের সার্বিক কল্যানে প্রাক্তন সফল নিবন্ধিত যুবাদের করনীয় বিষয়ক আলোচনা সভা



মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি :

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের  আয়োজনে  গতকাল বৃহস্পতিবার দুপুরে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে শিশুদের সার্বিক কল্যানে প্রাক্তন সফল নিবন্ধিত যুবাদের করনীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া
প্রোগ্রাম ম্যানেজার সুজিত কস্তা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এমবিবিএস, বিসিএস( স্বাস্থ্য),ইনডোর মেডিকেল অফিসার ( আইএমও), মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল( এমওডিসি) মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: এম.এ. হালিম লাবলু । স্পন্সরশীপ  অফিসার নমিতা সরকার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এমবিবিএস, বিসিএস( স্বাস্থ্য), সিএমইউ ( আল্ট্রা) মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা:খিতিশ খালকো,ওয়ার্ল্ড চাইল্ড এন্ড ইয়ুথ ফোরামের প্রধান নির্বাহী মেহেদী হাসান মুরাদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের স্পন্সরশীপ এবং শিশু সুরক্ষা অফিসার মারিয়া মালো প্রমুখ। বক্তারা বক্তব্যে বলেন, ওয়ার্ল্ড ভিশনের পাশাপাশি সম্বনিত প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে শিশু কল্যাণের সার্বিক ধারা অব্যাহত রাখার বিষয়ে যুবাদের উৎসাহিত ও পথ নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। শিশুদের সার্বিক কল্যানে প্রাক্তন সফল নিবন্ধিত যুবাদের করনীয় বিষয়ক আলোচনা সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের আওতায়  ৮০ জন প্রাক্তন সফল নিবন্ধিত যুবা সদস্যগণ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন